কবিতা

হাইকুগুচ্ছ

কালটুকরো
কুড়াতে কুড়াতে
ধূলিও নুড়ি

সম্পর্কিত

সম্মুখে দৃষ্টি
নৈবেদ্য দেব বলে
ফুল কুড়ানো

গোলাপ নিয়ে
এগিয়ে এল যুগ
চেনা গন্তব্য

ভ্রান্তি নিজেই
নিজের প্রমাণ
সত্যের সাক্ষ্য

সূর্য শীতল
পাথরকে দিয়েছে
নিজ উত্তাপ

বীজের রূপ
ফুটে বৃক্ষশাখায়
যৌবনে ঝোঁক

মুহূর্তবেশে
পুনরাবৃত্তি বৃক্ষে
ঝুলে সময়

ধ্বনির গুচ্ছ
অনুভূতি ভাবনা
ফুল মুহূর্ত

গোলাপবার্তা
মুহূর্ত ডেকে আনে
অতীত কাল

পথে বেপথে
ছড়ানো আশালতা
কাঁটার ফুল

স্বপ্নের জ্যোতি
দর্শন ও স্পর্শের
অধরা সত্য

মধ্য বসন্তে
ডুমুরের নর্তকী
যৌবন নাচে

দুই পথের
গন্তব্য এক হয়ে
শূন্যে মিলন

মোহ প্রান্তরে
কখনও থামলে
জাহাজডুবি

সন্দেহ দুর্গ
দুর্গের অধিপতি
নীল হতাশা

সমুদ্র তীরে
সবুজ ঝাউবন
ধ্বনির গুচ্ছ

আপনার মতামত জানান

মালেকুল হক

কবি ও প্রাবন্ধিক। জন্ম ২৫ আগস্ট সুনামগঞ্জের ছাতক উপজেলার মঈনপুর গ্রামে। প্রকাশিত বই, সমুদ্রগণিকা এবং হাওয়ার বাঁশি (২০০৮), বিনয়গুচ্ছ (২০০৮, ECHO The Pillars Of Nothingness (2015), Divine Cross Beneath The Gloomy Evening (2015), দিব্যোন্মাদ আয়না (২০১৭)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button

দুঃখিত, কপি করা যাবে না।