♣
কালটুকরো
কুড়াতে কুড়াতে
ধূলিও নুড়ি
♣
সম্মুখে দৃষ্টি
নৈবেদ্য দেব বলে
ফুল কুড়ানো
♣
গোলাপ নিয়ে
এগিয়ে এল যুগ
চেনা গন্তব্য
♣
ভ্রান্তি নিজেই
নিজের প্রমাণ
সত্যের সাক্ষ্য
♣
সূর্য শীতল
পাথরকে দিয়েছে
নিজ উত্তাপ
♣
বীজের রূপ
ফুটে বৃক্ষশাখায়
যৌবনে ঝোঁক
♣
মুহূর্তবেশে
পুনরাবৃত্তি বৃক্ষে
ঝুলে সময়
♣
ধ্বনির গুচ্ছ
অনুভূতি ভাবনা
ফুল মুহূর্ত
♣
গোলাপবার্তা
মুহূর্ত ডেকে আনে
অতীত কাল
♣
পথে বেপথে
ছড়ানো আশালতা
কাঁটার ফুল
♣
স্বপ্নের জ্যোতি
দর্শন ও স্পর্শের
অধরা সত্য
♣
মধ্য বসন্তে
ডুমুরের নর্তকী
যৌবন নাচে
♣
দুই পথের
গন্তব্য এক হয়ে
শূন্যে মিলন
♣
মোহ প্রান্তরে
কখনও থামলে
জাহাজডুবি
♣
সন্দেহ দুর্গ
দুর্গের অধিপতি
নীল হতাশা
♣
সমুদ্র তীরে
সবুজ ঝাউবন
ধ্বনির গুচ্ছ