সুহৃদ!
দ্রাবিড়ে আপনাকে স্বাগতম।
দ্রাবিড়! মনন ও চিন্তনের দুনিয়া।
সাহিত্য বা চিন্তায় ব্যক্তি মানসের প্রগতি অবসম্ভাবী। দ্রাবিড় পাঠককে মূলত সেই প্রক্রিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দিতে চায় যেখানে নিজের উপলব্ধির মাধ্যমে মননের চর্চা করতে পারে পাঠক। দ্রাবিড় নির্মাণ করতে চায় আগামীর প্রগতী। সাহিত্য, সমাজ, সংস্কৃতি, ভূরাজনীতি কিংবা অর্থনীতিসহ সংশ্লিষ্ট বিষয় দ্রাবিড় উপস্থাপন করতে চায় পাঠকের মানসপটে। যোগসূত্র করিয়ে দিতে চায় লেখকের চিন্তার সঙ্গে।
যোগাযোগ →
ইমেইল : info@thedrabir.com এবং thedrabir@gmail.com
মুঠোফোন : +880 1718 091811 এবং +880 1783 401590