আমিনুর রহমান সুলতানের জন্ম ৩১ ডিসেম্বর ১৯৬৪ সালে ময়মনসিংহে। সাহিত্যে কবিতা দিয়ে যাত্রা শুরু করলোও বর্তমানে লোকসংস্কৃতি নিয়ে কাজ করছেন। প্রাবন্ধিক হিসেবেও রয়েছে তার পরিচিতি। তিনি বর্তমানে বাংলা একাডেমির ফোকলোর বিভাগের উপ-পরিচালক হিসাবে কর্মরত রয়েছেন। ফোকলোরে বিশেষ অবদানের জন্য তিনি ২০২১ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।
আপনার মতামত জানান