সঙ্গীত

ফকির ইলিয়াস এর দশটি বাউল গান

গান- ১

যদি খরিদ করো মন,
তবেই একদিন করবে বিক্রি, কিনবে নিরঞ্জন।।
না কিনিলে, বেচবে কি তুই- না থাকলে মূলধন।।

সম্পর্কিত

১। হিসেবের এই নিক্তি থেকে
আয়ু রেখে জমা,
ওজুদে ওজুদ মিশায়ে
যদি না চাও ক্ষমা-
কেমনে বলো আলোর খেলায় ভাসবে দু’নয়ন।।

২। চন্দ্রপুরে মানুষ চরে,
দেখো নিরখিয়া
পথের দিশা সবাই পায় না
কেউ মরে ঘুরিয়া-
সাধনসূত্র ভুলে গিয়ে, খোয়াইলে জীবন।।

৩। ধ্যানে থাকো- লক্ষ্য রাখো
অচিন্ত্য নগরে,
বামপাঁজরে খুঁজে দেখো
কোনজন বিরাজ করে-
ফকির ইলিয়াস মনমাধবের সুর করো সাধন।।


গান- ২

নিরলে আসিও রে পাখি ডাক দিয়া ভাঙাইও আমার ঘুম
বহুদিন হয় আদর করে দেইনি তোমায় চুম ।।

১। আমাকে করিও ঋণী তোমার ডাকে ডাকে
আমি অধম বসে রইলাম সুরমা নদীর বাঁকে
ভালোবেসে চাইলাম যাকে
সে রইলো নিঝুম ।।

২। চোখের বালি আমি সবার, পাড়া প্রতিবেশী
দেশান্তরি হয়ে গেলে তারাই হবে খুশী
মনআনন্দে দিবানিশী
করবে মহাধুম ।।

৩। প্রেমের কলি খুঁজে ফিরি শুধু গানে গানে
সকল অশ্রু বয়ে গেছে ঈশানের উজানে
ফকির ইলিয়াসের বাগানে
বিরহের কুসুম ।।


গান- ৩

প্রাণ সখী গো – সে চাইলে পুড়াইও এই দেহ
কত শোকে ছিলাম আমি -জানতে চাইলো না কেহ ॥

১।
ভাসাইয়া দিও না জলে
না বাঁধিও তমাল ডালে – গো
রেখে যাইও কদম তলে
ভরে প্রেমের আবহ ॥

২।
আগুনে যে আলো থাকে
সে আলোয় চিনবে আমাকে- গো
প্রাণবন্ধুর প্রেমসুখে
দেহ পাবে প্রদাহ ॥

৩।
ফকির ইলিয়াস মিশে যাবে
সকল স্মৃতি পড়ে রবে – গো
মিলনের পরাজয় হবে
জয়ী হবে বিরহ ॥


গান- ৪

দম থাকিতে জিকির করো, মৃতের আরাধনা নাই
পরাণ পাখি উড়ে গেলে বাজবে না ভোরের সানাই।।

১। ডাকো তারে রূপসাগরে, ভাসিয়ে জীবন তরণী
শুদ্ধ করো মানব জনম, সতেজ করো রুহানী
ক্বলবকে পবিত্র জানি, হরফকে রাখো সাজাই.।।

২। না ডাকিলে কে দেয় সাড়া, কে বা রাখে কার খবর
পরখ করো ঝলক রেখা, উজ্জ্বল হবে চন্দ্রস্বর
স্বরূপে সাজিবে শহর, যে আসনে থাকেন সাঁই।।

৩। ডাকলে তারে কাছে এসে, দেখা দিবে সাক্ষাতে
ও ভোলামন আর কতকাল, ঘুরবে রে পথে পথে
ফকির ইলিয়াস আয়ু থাকতে, যদি একবার দেখা পাই।।


গান- ৫

তোমাকে ডাকিতে রে, প্রাণবন্ধু —
বেঁচে থাকি।
দীনহীনের দয়াল তুমি – এই আশা বুকে রাখি।
প্রাণবন্ধু – বেঁচে থাকি….

১।
বৈশাখী ঝড় বয়ে গেলে,
পাখি উড়ে দলে দলে,
কাঁদে আঁখি..
কোথায় যাবে, কি করিবে
কই করবে ডাকাডাকি।। প্রাণবন্ধু….

২।
আমিও সেই পাখির মতো,
ছটপট করলাম অবিরত,
মরণ বাকী..
প্রেমানলে, মরে গেলে
তুমি হবে কলংকী।। প্রাণবন্ধু….

৩।
আমার কোনো চাওয়া নাই আর,
একবার পাইলে তোমার দীদার,
হবো সুখী
ফকির ইলিয়াস পাথর বুকে
কাঁদে বসে একাকী।। প্রাণবন্ধু…


গান- ৬

আমাকে বাহিরে রেখে দরজায় দিলে খিল,
বন্ধু শ্যামকান্ত নীল-
আগেতো জানতাম না এতো পাষাণ তোমার দিল।।

১। বৈশাখী ঝড় এসে আমার উড়িয়ে নিল চাল,
ঘরহারা সন্ন্যাসী হয়ে কাটাই মহাকাল..
হয়ে তোমার প্রেমে মাতাল,
ঘুরিলাম নিখিল.।।

২। আমার গলে আজও দেখো তোমার নামের মালা,
তুমি কেবল দিয়ে রাখলে ঘরে বাইরে তালা
এ কেমন বিরহের খেলা,
নাই যে ছন্দমিল।।

৩। আশায় রইবো ও প্রাণনাথ আবার জন্ম নিলে,
পাইবো তোমায় হৃদমহলে- ফকির ইলিয়াস বলে
তুমি সমুদ্র হইলে,
আমি হইবো চিল।।


গান- ৭

এসেছি চলে, তোমায় পরাবো বলে,
আমার এই হৃদে গাঁথা মালা ।
ভুলে যাবো জীবনের, বিরহ জ্বালা ॥

তারা ভরা পূর্ণিমাতে মৃদু সমীরন,
তমাল শাঁখেতে শুনি মধুর কুজন,
দেখে ঐ দুটি নয়ন,
হলেম উতলা ॥

শুকিয়ে গিয়েছে মালার পাপড়ি যত,
নীরবে তোমায় আমি খুঁজেছি কত,
বাতায়নটি অবিরত,
রেখেছি খোলা ॥

সঞ্চিত অঞ্জলী তব হৃদে মিশাতে,
চুপিসারে এসেছি এই চাঁদনী রাতে,
দেখো আজ ইলিয়াসের হাতে,
বরন ঢালা ॥


গান- ৮

চলো একবার জল ভরনে গো সখী
বন্ধু দেখে আসি।
কারে লইয়া প্রাণবন্ধে খেলছে পাশাপাশি।


জনম ভরে খুঁজে তারে গো, আমি
হইছি বনবাসী।
আমায় দেখে পাড়ার লোকে করে হাসাহাসি।।


জগত জুড়া রূপের জ্যোতি গো, আমার
বন্ধু কালশশী
যে দেখে সেই মোহন ছটা হয়ে যায় উদাসী।।


ফুলবাসরের আলো আমার গো ,বন্ধু
পুষ্প রাশি রাশি
ছিটিয়ে দেবো আগর চন্দন তারে ভালোবাসি।।


যে যাই বলুক সব সঁপেছি গো, আমি
বন্ধুর চরণ দাসী।
ফকির ইলিয়াস রূপনগরে তার প্রেমের পিপাসী ।।


গান- ৯

আমার মহল মাঝে, কে বিরাজে সখি-
নাম তার জানি না।
আমি মুদে আঁখি, বুকে রাখি
কাছে টানতে পারি না।।

১। অনেক ছবি আত্মভোলা
অনেক কথাই হয় না বলা, গো..
জগতপতির ছলাকলা
আমার সাধন হলো না ।।

২। কোন নামে সে কোন ঠিকানায়
কাউকে হাসায়, কাউকে কাঁদায়, গো
সব কেড়ে নেয় চোখ ইশারায়
বুঝে না, প্রেম-বেদনা ।।

৩। জল-আগুনের সংমিশ্রণে
বানিয়ে পুতুল ঘরের কোণে, গো
ফকির ইলিয়াস কয় আনমনে
আমি কী তার বেগানা ।।


গান- ১০

ময়না উড়াল দিয়া যায়
ফিরে আসবে সোনার ময়না আবার পিঞ্জিরায় ॥

১। কেমন আশে,পরবাসে বান্ধিয়াছি ঘর
কেউ রাখে- কেউ আবার রাখে না খবর।
সমুদ্রের এই ঢেউয়ের ভিতর- কেমনে দিন যায় ॥

২। আমার সোনার পলিমাটি,যতই বলো কালো
সুরমা নদীর তীরেই দেখি, সেরা সকল আলো
সেই স্মৃতিই বাসি ভালো- সুরের মোহনায় ॥

৩। আইসো পাখি,আইসো ফিরে-ডাকে যে জননী
শিমুল ফুলে, পলাশ ফুলে রাঙা যে ধমনী
লাল-সবুজকেই আপন জানি- ফকির ইলিয়াস গায় ॥

আপনার মতামত জানান

ফকির ইলিয়াস

ফকির ইলিয়াস; কবি । জন্ম ২৮ ডিসেম্বর ১৯৬২ সালে, সিলেটে। প্রবাসে বাংলা সাহিত্য, সংস্কৃতি,কৃষ্টি- লালন ও চর্চায় তিনি কাজ করে যাচ্ছেন। প্রকাশিত বই- বাউলের আর্তনাদ (গান-১৯৮৫), হৃদে গাঁথা মালা(গান-১৯৮৯), এ নীল নির্বাসনে ( কবিতা-১৯৯১), অবরুদ্ধ বসন্তের কোরাস (কবিতা-১৯৯৬) ইত্যাদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button

দুঃখিত, কপি করা যাবে না।