পৃথিবীর অনেক কবি-ই ছবি এঁকেছেন। কবিতা ও চিত্রকলা পরস্পর পরস্পরের সহচর বলা যায়। একই ভাষার ভিন্ন প্রকাশ মাধ্যম কবিতা ও চিত্রকলা। জহির হাসান আদতে কবি, সেই সঙ্গে চিত্রশিল্পীও। দ্রাবিড়ের এ সংখ্যায় প্রকাশিত হলো কবি ও শিল্পী জহির হাসানের পেইন্টিংয়ের একটি শিরোনামহীন সিরিজ। ক’টিমাত্র কাজ দিয়ে একজন আঁকিয়ে বিষয়ে সম্যক ধারণা না পাওয়া গেলেও তার কাজের অভিনিবেশ ঠা’র করা যায় বেশ। বর্তমান সিরিজের ছবিগুলো প্রকৃতির সাথে জহির হাসানের শিল্পসত্ত্বার সম্পর্কের দাঢ্য যেমন সহজে চোখে পড়ে, তেমনি তার শিল্পযাত্রায় অন্বিক্ষাও বেশ পষ্ট। — সম্পাদক
ছবির মাধ্যম : এক্রিলিক অন পেপার
ছবিগুলি আকার সময় : 2020 সাল
ছবির শিরোনাম আমি ব্যবহার করি না। কারণ ছবির মাল্টিমিনিং উৎপাদনের পথে তা বাধা। টেক্সট এর মেটাফরিক অবস্থান থাকা দরকার। ইমেজের মেটাফরিক মিনিং উৎপাদনের সম্ভবনা তাতে নষ্ট হয়। দর্শকের সৃষ্টি কল্পনা অনুভূতির সামনে মিনিং একটা দেয়াল হয়ে থাকে। দর্শক এখানে স্বাধীন থাকে না। দর্শককে মিনিং উৎপাদনের স্বাধীনতা দিতে চাই। পেইন্টার অনুগামী ব্যাখ্যা আর্টের নিদান ডেকে আনে।
আপনার মতামত জানান