চিত্রকলাশিল্পকলাসবিশেষ

জহির হাসান-এর চিত্রকর্ম

পৃথিবীর অনেক কবি-ই ছবি এঁকেছেন। কবিতা ও চিত্রকলা পরস্পর পরস্পরের সহচর বলা যায়। একই ভাষার ভিন্ন প্রকাশ মাধ্যম কবিতা ও চিত্রকলা। জহির হাসান আদতে কবি, সেই সঙ্গে চিত্রশিল্পীও। দ্রাবিড়ের এ সংখ্যায় প্রকাশিত হলো কবি ও শিল্পী জহির হাসানের পেইন্টিংয়ের একটি শিরোনামহীন সিরিজ। ক’টিমাত্র কাজ দিয়ে একজন আঁকিয়ে বিষয়ে সম্যক ধারণা না পাওয়া গেলেও তার কাজের অভিনিবেশ ঠা’র করা যায় বেশ। বর্তমান সিরিজের ছবিগুলো প্রকৃতির সাথে জহির হাসানের শিল্পসত্ত্বার সম্পর্কের দাঢ্য যেমন সহজে চোখে পড়ে, তেমনি তার শিল্পযাত্রায় অন্বিক্ষাও বেশ পষ্ট। — সম্পাদক


ছবির মাধ্যম : এক্রিলিক অন পেপার

সম্পর্কিত
ছবিগুলি আকার সময় : 2020 সাল
ছবির শিরোনাম আমি ব্যবহার করি না। কারণ ছবির মাল্টিমিনিং উৎপাদনের পথে তা বাধা। টেক্সট এর মেটাফরিক অবস্থান থাকা দরকার। ইমেজের মেটাফরিক মিনিং উৎপাদনের সম্ভবনা তাতে নষ্ট হয়। দর্শকের সৃষ্টি কল্পনা অনুভূতির সামনে মিনিং একটা দেয়াল হয়ে থাকে। দর্শক এখানে স্বাধীন থাকে না। দর্শককে মিনিং উৎপাদনের স্বাধীনতা দিতে চাই। পেইন্টার অনুগামী ব্যাখ্যা আর্টের নিদান ডেকে আনে।

 

শিল্পী : জহির হাসান

শিল্পী : জহির হাসান

শিল্পী : জহির হাসান

শিল্পী : জহির হাসান

শিল্পী : জহির হাসান

শিল্পী : জহির হাসান

শিল্পী : জহির হাসান

শিল্পী : জহির হাসান

শিল্পী : জহির হাসান

শিল্পী : জহির হাসান
আপনার মতামত জানান

জহির হাসান

জহির হাসান; কবি ও চিত্রশিল্পী। জন্ম ২১ নভেম্বর ১৯৬৯, যশোর জেলার পাইকদিয়া গ্রামে মাতুলালয়ে। শৈশব ও কৈশোর কেটেছে যশোর ও ঝিনাইদহের গ্রামে। লেখালেখির শুরু ৬ষ্ঠ শ্রেণি। প্রথম কবিতা প্রকাশ ১৯৮৪ সালে যশোর থেকে প্রকাশিত দৈনিক স্ফুলিঙ্গ পত্রিকায়। আগ্রহ ধর্ম, ভাষা, দর্শন ও চিত্রকলায়। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button

দুঃখিত, কপি করা যাবে না।