কবিতা

একটিও কদম গাছ নেই এবং অন্যান্য কবিতা

একটিও কদম গাছ নেই

প্রিয়তমা
পরজন্মে তুমি দু’মাস ছোট হয়ে জন্মিও
যেমন এজন্মে ষাটদিন বড়
কারণ
বড়দের প্রেম নিবেদন এ সমাজে ট্যাবু।

সম্পর্কিত

নগরীর ঐ উঁচু উঁচু দালানের তলায়
চাপা পড়ে যাচ্ছে তোমার আমার প্রেম গাথা
একটিও কদম গাছ নেই!
যার ডালে বসে মোহন বাঁশি বাজাব
পরজন্মে এসব হবে শুধু মনে রেখ।


চুম্বন দীর্ঘজীবী হোক

চুম্বন এবং বিপ্লবের মাঝে, চুম্বন দীর্ঘজীবী হোক
মানুষ ফিরে পাক ভালোবাসার অধিকার
চরম রাজনৈতিক দ্বন্দ্বে মজনু ঘোষণা দিক
লায়লাই প্রকৃত শাসক।


হারাইয়া যাওয়া

ইচ্ছা করে হারাইয়া যাই
অথচ হারাইয়া তো আছি
সবার মাঝে উপস্থিত থাকিয়াও অদ্ভুত এক না থাকা
অনেকটা সাইড স্যাডর লাহান
এই হারাইয়া থাকা তেইক্কাও হারাইয়া যাইতে চাই

ধর অন্য কোন রিয়ালিটিতে হারাইয়া গেলাম


হাসি

সময় এক্কাদোক্কা খেলতে খেলতে
রাত আকাশ ক্রমশ পরিষ্কার হয়ে আসে
সূর্য আলো ছড়াতে শুরু করে চারিদিকে
চাঁদ মামা অন্যের ঘর আলো করতে চলে যায়
ঘুমহীন চোখে দেখতে থাকি আমি।
শহরের ধুলোবালির নিচে চাপা পড়ে গেছে
তোর সেই ভুবন ভুলানো হাসি
যদিও এখন তা অন্যঘরে খিলখিল করছে
অন্যরূপে!


স্থিরচিত্র

তোমার স্থিরচিত্র দেখে মনে হয়
পুনরায় প্রেমে পড়ি তোমার
পুনঃমুদ্রণ বের করি তোমার শানে লেখা শ্লোগগুলার,
এক-দুই-তিন করে
সর্বশেষ সংস্করণ বের করি
তোমার আয়াত সম্বলিত গ্রন্থের।

আপনার মতামত জানান

সৈয়দ ফরহাদ

সৈয়দ ফরহাদ; কবি। বেড়ে ওঠা সিলেট শহরে। বর্তমানে যুক্তরাজ্যের লন্ডন শহরে বসবাস করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button

দুঃখিত, কপি করা যাবে না।