কবিতা

ঈশ্বর ও প্রেমিকা

সেদিন ঈশ্বর আমাকে ডেকে করলো বসে কান্ড এক,
– অ্যাই, এদিকে আয়,  আমার ধ্যান ভেঙে গেছে জানিস?

আমি কাঁচুমাচু হয়ে হাতজোড় করে বললাম – “না তো প্রভূ, কি হয়েছে?”

সম্পর্কিত

একটা ছবি দেখিয়ে ঈশ্বর বললেন- “বালিকাটারে চিনিস?”

আমি বেমালুম ছবির দিকে চেয়ে দেখি, প্রেমিকা ছবির ভিতর বসা আছে।

– “কি রে, বলছিস্ না কোন কথা ক্যান?
বেয়াদব বালিকা হেসে ভাঙ্গিয়েছে আমার ধ্যান।”

আমি নিরুত্তর।
আবার কাঁপা কণ্ঠে বলি- ” ধ্যান ভেঙ্গেছে আপনার আর আমাকে নিয়ে করেছে খেলা”

অগ্নিচোখে ঈশ্বর আমাকে বলে- “কি বলিস?”

আমার হাঁটু জোড়া কাঁপছে তখন
আর কণ্ঠ থেকে বের হলো অবাধ্য এক স্বর- “কি বালিকা পাঠালেন গুরু, এবার সামলাও ঠ্যালা।
ঈশ্বর এবং প্রেমিক,উভয়ইকে নিয়ে করে খেলা। ”

ঈশ্বর এবার চুপ হয়ে মাথা নিচু করলেন।
আমি বলি-“ছবিখান দেন মোরে,
টাঙিয়ে রাখি ঘরে।”

ধুর! ধুর ব্যাটা, নিয়ে যাহ্!
আমি মনে মনে বলি- “প্রেমিকা, আমার নয় ঈশ্বরের মাথা খাহ্!”

আপনার মতামত জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button

দুঃখিত, কপি করা যাবে না।