বই: আব্বাস কিয়ারোস্তামি কবিতাসমগ্র
ভাষান্তর: রুহুল মাহফুজ জয়
প্রকাশক: বৈভব (ঢাকা), ছাপাখানা (কলকাতা)
প্রচ্ছদ: রাজীব দত্ত
**
কেবল একজনই আউলিয়া
এক লাখ চব্বিশ হাজার নবীর
ভিতরে।
**
উনি না পারতেন পড়তে
না লিখতে
কিন্তু এমন কিছু বলছিলেন
যা আমি কখনো পড়ি নি
কেউ তা লিখে নি কোনোদিন।
**
কাফেলা চলে গেলো,
মাতবরটি
ঘুমাচ্ছে।
**
জন্ম অমিয়।
মৃত্যু তিতা।
মাঝে কয়েকটা দিন।
**
ক্ষমা কোরো আর ভুলে যেও
আমার পাপগুলি।
তবে
এমনভাবে নয় যে আমি ওদের পুরোপুরি ভুলে যাই।
**
মরীচিকার পিছে ছুটে
আমি জল পর্যন্ত পৌঁছেছি
তিয়াসা ছাড়াই।
**
আমি চিরকালই দেখা করতে চেয়েছি
এমন একজনের সাথে
যাকে কখনও দেখা যায় না
আর যার নাম মনে করতে পারি না আমি।
**
আমি দাঁড়িয়ে আছি
চূড়ায়।
গহীন
উপত্যকায়
আমাকে ডাকছিলো আমার ছায়া।
**
আমারে অনুসরণ করে
একটা ছায়া
যা ছিলো আমার ছেলেবেলার বন্ধু।
আমার সাথেই
বড় হয়েছে ও।
বৃদ্ধ হয়েছে
আমার-ই সাথে।
ও আমাকে সঙ্গ দেবে কবর অবধি।
**
আমার ভয়
বুনো অশ্বগুলি
আসন্ন ঝড়ের ভয়ে,
রাতের অতিথি হতে পারে
ভেড়ার ডেরায়।