সঙ্গীত

আজ থেকে তুমি জীবন ছুঁয়েছো এবং আরও ছয়টি গান

১.
আজ থেকে তুমি জীবন ছুঁয়েছো আমার ডানে-বামে
আলোর উঠোন ব্যথা ছুড়েছে রাত্রির নীল খামে
জোনাকপাখায় আনন্দ-গান আঙুল ছুবে গো এসো
দুঃখ-চিঠি ফিরবে না আর যদি গো ভালোবাসো

ভুলে যাব আমি অতীত পৃথিবী ভুলভাল পথে হাঁটা
হৃদয় নদীতে চন্দ্র হয়ে তুলবে জোয়ার-ভাটা
চাঁদভরা চোখে মায়ার জমিন আলগে নেবে আসো
দুঃখ-চিঠি ফিরবে না আর যদি গো ভালোবাসো

সম্পর্কিত

তোমাতেই আমি নির্বাণ চাই দীক্ষার গান শুরু
কখনও তুমি শিষ্য হলে কখনও তুমি গুরু
চোখ থেকে তুমি বিষফুল তুলে স্বপ্ন গোলাপ চাষো
দুঃখ-চিঠি ফিরবে না আর যদি গো ভালোবাসো


২.
যে আমায় কোনওদিন ডাকেনি
আমি কেন পবনে ডাক পাঠাই
যে আমার চোখে চোখ আঁকেনি
কেন, স্বপ্নঘুড়িতে বেঁধে ছাড়ছি নাটাই

গোপনে ফাগুন আনি রাঙাই পাতা
একলা মনে আঁকি বিষাদগাথা
যে আমার প্রেম আঁকে মৃতপাথরে
একটু দোলে না আশা শত কাতরে

বিমুখ হই না তবু বিমুখ হলে
শেষ প্রেম টুকুও ভাসবে জলে
যে আমার হবে বলে হল না কভু
প্রেমের দেবতা হয়ে সেজেছে প্রভু


৩.
পোস্টার দেখে দেখে আবেগে ঝড় তুলো
শুকনো প্রেমিকার ঠোঁট
ওষ্ঠঅধর কবে মারামারি করেছিল
কবে তারা বেঁধেছিল জোট

যাও
আজকেই অন্তত একটা চুমু খাও
ঠোঁটগুলো যেন তার ভিজে
চুমুহীন দুনিয়ার হতাশা মুছে দিয়ে
প্রেমিক হয়ে যেও নিজে

ক্লিনিকে অসুখী স্বামী, স্ত্রীর ঠোঁটে চুমু খায়
কান্নায় ফেটে গেল বুক
নগরে হইচই, বোকা লোক আমি নই
চুমুর প্রশ্নে তাই মুক

অবৈধবৈধ বলে সাইনবোর্ড লাগাবে না
সব ট্যাবো যাক আজ ভিজে
চুমুহীন দুনিয়ার হতাশা মুছে দিয়ে
প্রেমিক হয়ে যেও নিজে


৪.
আজও যার চোখ দেখিনি, মুখ দেখিনি
সেও দেখি মন খারাপের কারণ

জানি না আসবে কিনা হৃদয়বীণা
তারই সুর করবে ধারণ
আজও যার চোখ দেখিনি, মুখ দেখিনি
সেও দেখি মন খারাপের কারণ

তোমারই স্বপ্ন-আশে
দুটি মন ভালোবাসে
তোমাকেই সঁপে দিতে
জীবনের সব আয়োজন
আজও যার চোখ দেখিনি, মুখ দেখিনি
সেও দেখি মন খারাপের কারণ

যখনই ভাবনা মরে
হৃদয়ের অন্ধঘরে
হাহাকার লুকিয়ে রাখি
চোখে ফোটে দুখের চারণ
আজও যার চোখ দেখিনি, মুখ দেখিনি
সেও দেখি মন খারাপের কারণ



তুমি স্মৃতিতে শ্রুতিতে কও এ দেহ জড়াই রও
আমি বন্ধু পাই না খুঁজে তোমায়
অঙ্গে দিয়া হাত খুঁজেছি সারারাত
আমার পাশে আমার দেহ-ই ঘুমায়

তুমি
পাশে আইসা কাছে বইসা কইলা না তো কথা
বন্ধু তোমার পিরিতে নাই কি যোগ্যতা

সাগর নদী পাহাড় ডিঙাই কাছে পাবার লোভে
এই পরানের সিন্ধুজলে কখন মুখটা ধোবে
ছাড়-না ছাড়-না কিনার নামাও শূন্যতা
বন্ধু তোমার পিরিতে নাই কি যোগ্যতা

আমি বিদ্ধ করব চোখ তোমার দেখার দায়
একলা পরান বন্দি করব আগুনের খাঁচায়
না-পেয়েও ভাবছি তোমায় আমার পূর্ণতা
বন্ধু তোমার পিরিতে নাই কি যোগ্যতা



বিশ্বাসে বাইন্ধাছি এ-ঘর দিয়া সুখের খুঁটি
ভাঙা চালায় চন্দ্র খেলে হইয়া লুটোপুটি

বাঁধনহারা আনন্দেতে প্রাণের কথা কও
সোনা বউ গো বউ…
তুমি আমি দুজন হলাম জীবন ফুলের মউ

তোমায় আমি পোষব নাকো আকাশ দিব লিখে
এপার-ওপার সব পারে যাও চাইয়ো আমার দিকে

শুদ্ধমনে আমি তোমার তুমি আমার হও

সোনা বউ গো বউ…

তুমি মুক্ত আমি মুক্ত দুজনের এক খাঁচা
দুই পরানে ভালোবেসে দুজন মিলে বাঁচা

শুদ্ধমনে আমি তোমার তুমি আমার হও

সোনা বউ গো বউ…



তোমার কান্না সেরে ফেলেছি আগে
আমার টুকুই থাকলো শুধু বাকি
ছিন্ন সুতোর ব্যথায় প্রশ্ন জাগে
পরিয়ে দিয়ে তোমার হাতের রাখি
তোমার জন্য গান করেছি সাধ্যে
আমার গানটা হয়নি আজও গাওয়া
তোমার হিশাব মিলিয়ে উপপাদ্যে
আমার খাতায় থাকলো শূন্য পাওয়া

তুমি তুমি করে রোদফোটা ভোরে
আমিতে থাকলো আঁধার
আমার কান্না চোখের ভেতরে
সময় পেলো না কাঁদার

নিজের ছায়ায় অসহায় নিজে
জানি না আজও মন কেন ভিজে
ভুলের ভেতর জীবন খুঁজেছি
স্বপ্ন গোলোক ধাঁধার
তুমি তুমি করে রোদফোটা ভোরে
আমিতে থাকলো আঁধার

নিজের জন্য ভালোবাসা নেই
কে বলল প্রেম শুধু তোমাতেই
ভুলের ভেতর জীবন খুঁজেছি
স্বপ্ন গোলোক ধাঁধার
তুমি তুমি করে রোদফোটা ভোরে
আমিতে থাকলো আঁধার

 

আপনার মতামত জানান

সুফি সুফিয়ান

সুফি সুফিয়ান; নাট্যকার, গল্পকার ও প্রকাশক। জন্ম ১৯৮৭ সালের ৮ অক্টোবর সুনামগঞ্জের শ্রীনাথপুর গ্রামে। বইপ্রকাশনার সঙ্গে জড়িত। সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান নাগরী-এর প্রকাশক ও স্বত্ত্বাধিকারী। প্রকাশিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য- সুফির গল্প (গল্প, ২০১০), পরিবন্ধু (উপন্যাস, ২০১৪), কিশোরপুরাণ (উপন্যাস, ২০১৮), সৈয়দ শাহনূর (গবেষণা, ২০১৮), নাটকসমগ্র-১ (২০১৮)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button

দুঃখিত, কপি করা যাবে না।