বই : অসম্ভব এই বিরহ
লেখক : সারাজাত সৌম
প্রকাশক : বৈভব
প্রচ্ছদ: অমিত মন্ডল
আয়না
কি ঘটে গেলো হঠাৎ—
আমরা কিছুই বুঝিনি!
——-প্রেমে পড়ার পর মানুষ চঞ্চল হয়।
মানুষ পাগল হয়, যার যেমন ইচ্ছে—
আমি বাঁধা দেইনি এই মন
কেবল আয়নাতে গিয়ে দেখি
—————আমার বয়স হয়েছে।
নিয়তি
আমাকে ছুঁয়ে গেলো বাতাস—
একটু হল্লা করে দূরে।
তারপর তুমিই সব—
বাগান আর ফুলেল ঘ্রাণ।
কি নিয়তি আমার—
ফুলগুলো অন্যেরা নিয়ে চলে গেলো।
মেয়েটা
সারাজীবন ঘুর ঘুর করে
ভালোবাসার কাছেই আসলো।
এবং তার চেতনা—
পাগল প্রায়—
আমাকে পাগল করে
——-ফের চলেও গেলো…
কথা
বলতে না পারাটাই সুন্দর—
———যদি ফুল বলতো,
আর গাছ—
ফল যদি বলতো
যদি সবাই বলতো
———একে একে—
কি এক বিশ্রী ব্যাপার হতো।
না বলাটাই সবচেয়ে সুন্দর—
যেমন একটি ফুল,
———খুব সকালে—
টুপ করে মাটিতে পরে মারা গেলো।