আচিক মান্দি [তৃতীয় পর্ব]

৩. লিজা সাংমা ও ঈগল উপাখ্যান প্রত্যাশা আমার পাশে এসে দাঁড়ায়। চোখে চোখ রাখে। একটুখানি মুচকি হাসি দিয়ে জানতে চায়, ক্যামনে আসে বন্ডু? আমি নিজের অজান্তে ফিসফিসাই, চামে আসে বন্ডু! তার মিষ্টি আর সুরেলা হাসিতে আমিও যোগ দেই। হাসতে হাসতেই পাল্টা প্রশ্ন করি, আপনি ক্যামনে আসে বন্ডু? ঘাগরায় ময়ূরীর পেখম মেলে প্রত্যাশা গেয়ে ওঠে, ও…ও…অখলাইন। … Continue reading আচিক মান্দি [তৃতীয় পর্ব]