১
তেল-সলতা কিনলা নিজে অন্য কারও কুপি
কার জীবনটা কইরা যাপন মইরা যাইবা সুফি
সকাল হলে কাহার জীবন বিকালেই বা কাহার
কোন জীবনে নিদ্রাতে যাও কারটা করো আহার
কোন আকাশে তালিম নিয়া কুড়াতে যাও রূপী
কার জীবনটা কইরা যাপন মইরা যাইবা সুফি
বাসনেতে আসন নিয়া সাজো বনের বাঘ
কোন দরদে হও দরদি আঁকতে প্রাণে দাগ
বৃক্ষ হইয়া বিলাপ করো পইরা লুঙ্গি টুপি
কার জীবনটা কইরা যাপন মইরা যাইবা সুফি
২
যদি গানকে শাসন করে গানে (gun)
বারুদ রুয়ে ফুল ফুটাবো আমার এই উঠানে
কথায় কথায় আর হবে না কথা
হৃদয় শ্মশান করা বিষন্নতা
লালন করবে প্রিয় সন্তানে
বারুদ রুয়ে ফুল ফুটাবো আমার এই উঠানে
সুরের শাসন কথার শাসন
ভাতের কান্না শোনা হান্ডিবাসন
সবপ্রেম মরে যাবে প্রেমের টানে
বারুদ রুয়ে ফুল ফুটাবো আমার এই উঠানে
৩
ওপারে যারা যায় এপারেও আসে
মন্দ কথার ফুল রেখে যায় পাশে
মনের গভীর থেকে দেখে যাও মুখ
হবে না প্রেমের সুরে মিছে উৎসুক
ওপারে সুবাস নিবে এপাড়েরও তাই
মিছেমিছি ভুল প্রেমে তির ছুড়ে যাই
দুমুখো চোখগুলো দূরে থাক দূর
এসব সঙ্গ ছেড়ে বাজাও দুপুর
এপারে ফুলের ঘ্রাণ ওপারেও তাই
তার বাঁশি ঠোঁটে ছেপে সাজবে কানাই
৪
চাঁদের বাড়ি গোল্লাছুটের মিলনমেলা হোক
আরেকটিবার জন্ম নিতে করবো পালন শোক
ছালবাকলের এই জীবনটা চাইছি উড়াই দিতে
উড়ব ঘুরব পাখির মতো দারুণ পাগলামিতে
আয় রে স্বজন আয় প্রিয়জন আরেকটিবার আয়
নতুন সুখে জন্ম নেব আকাশ-আঙ্গিনায়
বয়েস বাধন উড়িয়ে দিয়ে সাজব কোমল ছাড়া
মাঠ পেরুনো মাঠের দেশে বাজাবো একতারা
আয় রে স্বজন আয় প্রিয়জন আরেকটিবার আয়
নতুন সুখে জন্ম নেব আকাশ-আঙ্গিনায়
৫
মন আমার শান্ত নদীর জল
বুকের ভেতর লালন করে নিঠুর কোলাহল
রোজই চাই ঢেউগুলো সব আচড়ে পড়ুক পাড়ে
তীরের বুকে আদর লাগুক জলের হাহাকারে
জন্ম আমার জোয়ারভাটার হব যে চঞ্চল
বুকের ভেতর লালন করে নিঠুর কোলাহল
গাংসারসের শান্ত চোখে আমার নেইকো দাম
ঢেউহীনা নদ ঝিলের মতো কুড়াচ্ছে বদনাম
পাড় ভেঙ্গে যাক বিষাদ লেগে হারাক আমার তল
বুকের ভেতর লালন করে নিঠুর কোলাহল